দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, এই ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করবো না। সবখানে বৈষম্য রয়েছে, দুর্নীতি হয়েছে। বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

গতকাল শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পাবলিক মাঠে অনুষ্ঠিত ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সাল পর্যন্ত দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা তখনো সারা দেশে লুটপাট, ষড়যন্ত্র, হত্যা, গুম করে ক্ষমতায় টিকে ছিল এবং তাদের দুঃশাসনে দেশে দুর্ভিক্ষ হয়েছিল।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা ও বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তারা যখনই ক্ষমতায় আসে, তখনি জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় ও দেশের সবকিছু ধ্বংস করে দেয়।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা নিয়ে এসেছিলেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতাসহ শিক্ষার্থীদের জন্য শিক্ষাব্যবস্থা উন্নয়নে বহু উদ্যোগ গ্রহণ করেছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সবার আগে পড়াশোনা করে ভালো ফলাফল করা এবং নিজের পায়ে দাঁড়ানো জরুরি। সেইসঙ্গে দেশের রাজনৈতিক অবস্থার দিকে লক্ষ্য রেখে জাতীয়তাবাদী দলের লক্ষ্য ও অর্জনকে আরও শক্তিশালী করে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।

জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসির সভাপতিতে উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ হক মাসুদ, আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গম আলী, আনসারুল হক, শরিফুল ইসলাম প্রমুখ।

Related Articles

Back to top button