গুম-খুনের শিকারদের জীবিত বা লাশ দেখতে চায় পরিবার
অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সংসদ-সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে সারা দেশে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবার তাদের সন্তানকে জীবিত বা লাশ দেখতে চায়।
নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির প্রয়াত সেক্রেটারি পেয়ার আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার পূর্ব বালিয়াধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন এ কথা বলেন।
ব্যারিস্টার মাহবুব আরও বলেন, চাটখিলে গুম-খুনের শিকার ছাত্রদল নেতা মামুন, যুবদল নেতা পারভেজ ও সোহেলকে জীবিত অথবা তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের জোর দাবি জানাচ্ছি। এসব গুম ও খুনের সঙ্গে জড়িত করে মিথ্যা মামলা দিয়ে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার শামীম, নেহাল, মধু, বাবুসহ অনেক নিরপরাধ বিএনপি নেতাকর্মীকে ফাঁসানো হয়েছে।
পেয়ার স্মৃতি সংসদের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া, লিয়াকত আলী ভুট্টো, আনিস আহমেদ হানিফ, শাহজাহান খান সাজু, মিজানুর রহমান প্রমুখ।