কত দিনের পরিচয়ে তাহসান–রোজার বিয়ে

বিনোদন ডেস্ক: গতকাল শনিবার পারিবারিকভাবে বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিয়ের সেই ঘটনা এখনো আলোচনার শীর্ষে। এর মধ্যে তাহসানের স্ত্রী রোজা আহমেদ নতুন ছবি পোস্ট করেছেন। বিয়ের নতুন ছবিতে দেখা নেওয়া যাক তাহসান-রোজাকে-

তাহসান নিজে গতকাল জানান, তিনি বিয়ে করছেন। সন্ধ্যায় দেশেই সারেন বিয়ের পর্ব।

তাহসান ও রোজার চার মাসের পরিচয়। পরে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।

দুজনই নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানান। পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়।

বিয়ের পরের আনুষ্ঠানিকতা দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও হতে পারে, তবে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে বিয়ের পর্ব সেরে তাহসানের স্ত্রী রোজা ঢাকায় ব্রাইডাল মেকআপের ওপর দুই দিনের প্রশিক্ষণ নিবেন। জানা যায়, তারপরই তাঁরা আবার যুক্তরাষ্ট্রে যাবেন।

নিজেদের পছন্দের পোশাকেই বিয়ের পীড়িতে বসেন এই দম্পত্তি।

Related Articles

Back to top button