৩০ বছরের পুরোনো শাড়িতে বিয়ে, রহস্য খোলাসা করলেন কীর্তি সুরেশ

বিনোদন ডেস্ক: ২০২৪ সালে বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণী নায়িকা কীর্তি সুরেশ। গত ১২ ডিসেম্বর ছোটবেলার প্রেমিক অ্যান্থনি থাটিলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।

গোয়ায় দক্ষিণী রীতিতে কীর্তি-অ্যান্থনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের দিন অ্যান্থনি সাদা রঙের ধুতি-পাঞ্জাবিতে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। আর ৩০ বছর পুরোনো এক শাড়িতে অপরূপা হয়ে উঠেছিলেন কীর্তি।

সম্প্রতি এই দক্ষিণী নায়িকা বিয়ের সেই শাড়ি নিয়ে বলেছেন যে, লাল শাড়িটি তার মায়ের থেকে পাওয়া এক অমূল্য জিনিস। আর শাড়িটি ৩০ বছরের পুরোনো পারিবারিক ইতিহাসের এক অংশ।

টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে কীর্তি বলেছেন, ‘বিয়েতে লাল শাড়ি পরার সিদ্ধান্ত আমার জন্য খুব সহজ ছিল। শুরুতে আমার পরিকল্পনা ছিল যে বরের বাড়ি থেকে দেওয়া শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসব। মায়ের আলমারি ঘাঁটাঘাঁটির সময় আমার নজরে আসে সুন্দর লাল শাড়িটি। শাড়িটির প্রতি আমার তৎক্ষণাৎ ভালোবাসা জন্মায়। আমি তখনই সিদ্ধান্ত নিই যে বিয়ের দিন এই শাড়িটাই পরব।’

বিয়ের দিন দক্ষিণী সাজে সেজেছিলেন কীর্তি সুরেশ। লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। আর শাড়ির সঙ্গে মানানসই জমকালো অলংকার পরেছিলেন তিনি। মাথার খোঁপায় লাগানো সাদা ফুলে আরও স্নিগ্ধতা ছড়িয়েছিলেন কীর্তি।

গত বছরের শেষদিকে বলিউডে অভিষেক হয়েছে কীর্তির। বরুণ ধাওয়ানের বিপরীতে ‘বেবি জন’ সিনেমায় করেছেন তিনি। গত ২৫ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

Related Articles

Back to top button