১ লাখ ইয়াবাসহ যুবক আটক

অনলাইন ডেস্ক: কক্সবাজার টেকনাফে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ শফিক উল্লাহ নামক এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ ।

গতকাল শুক্রবার দুপুরে র‌্যাবের মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া ঘাট এলাকার শফিক উল্লাহর বাড়িতে পাচারের উদ্দেশ্যে ইয়াবা মজুত করেছে। এই সংবাদের ভিত্তিতে আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাবের উপস্থিত টের পেয়ে ৫ জন কৌশলে দৌড়ে পালানোর সময় শফিক উল্লাহ নামক এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। পরে তার স্বীকারোক্তি মতে তার হেফাজতে থাকা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে ওই এলাকার হাবিব উল্লাহর ছেলে শফিক উল্লাহকে প্রধান আসামি করে অপর ৪ জনকে পলাতক আসামি করে উদ্ধার ইয়াবাসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button