‘বাংলাদেশে জামায়াতের ক্ষমতায় আসতে কয়েকশ বছর লাগবে’

নিজস্ব প্রতিবেদক: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, এ দেশের স্বাধীনতাবিরোধী দল হিসেবে চিহ্নিত বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের জীবদ্দশায় ক্ষমতায় আসতে দেখব না। জামায়াত এ দেশে ক্ষমতায় আসতেও কয়েকশ বছর সময় লাগবে।

গতকাল শুক্রবার বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত আমির বলেছেন- ‘এ দেশে সেনাবাহিনী ও জামায়াতে ইসলামী হচ্ছে বড় দেশপ্রেমিক’। এটা শুনতে লজ্জার। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। বিএনপিতে শত শত নেতা আছেন তারা সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমিও জীবনবাজি রেখে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছি। আর যারা আমাদের শরীর থেকে রক্ত নিয়েছে আজ তারাই নিজেদের বড় দেশপ্রেমিক দাবি করে। যারা এসব বলেন আপনাদের কী লজ্জা লাগে না?

সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেন- আপনারা পাকিস্তানিদের পক্ষ নিয়ে রাজাকার বাহিনীর সঙ্গে আঁতাত করে মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ করেছেন। চান্দিনার কংগাই গ্রামে গণহত্যা চালিয়েছেন, বাড়িতে আগুন লাগানোর ঘটনা রয়েছে। এসব ঘটনার পরও কী নিজেদের বড় দেশপ্রেমিক দাবি করবেন?

তিনি জামায়াতে ইসলামীর প্রতি হুঁশিয়ার করে বলেন, আপনারা মুখ সামলে কথা বলবেন। আপনারা ঘাটাঘাটি করতে যাবেন না। ঘাটতে গেলে দুর্গন্ধ ছড়াবে। মহান মুক্তিযুদ্ধে আপনারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছেন। শেখ মুজিবুর রহমান জামায়াতে ইসলামীকে দল হিসেবে স্বীকৃতি দেয়নি। যখন এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়, তখন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের দল করার সুযোগ দিয়েছেন।

ড. রেদোয়ান আহমেদ বলেন, আপনারা দল গোছাচ্ছেন ভালো কথা, কিন্তু দেশের স্বাধীনতা ও নিজেদের দেশপ্রেমিক দাবি করে কোনো বিভ্রান্তি সৃষ্টি করবেন না। ২০ দলীয় জোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটভুক্ত হয়ে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হবে। একা একা রাজনীতি করে জেতা মোটেও সম্ভব না।

২নং বাতাঘাসী ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. নাছির মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যক্ষ আবুল কাশেম, এলডিপি নেতা বীর মুক্তিযোদ্ধা এমএ গাফফার।

বাতাঘাসী ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা গণতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. রাব্বি, বাতাঘাসী ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল নাজমুল মোল্লা প্রমুখ।

Related Articles

Back to top button