অবসর ইস্যুতে রোহিত, ‘পালাচ্ছি না’

অনলাইন ডেস্ক: ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছিল না, নেতৃত্বেও পড়েছিল ভাটা। সবমিলিয়ে দুদিক থেকে কোণঠাসা হয়ে পড়েছিলেন রোহিত শর্মা। বিপদ বাড়াননি ভারতের। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্টের আগে জানিয়ে দেন, ‘যারা যোগ্য তারাই খেলুক।’ এরপর থেকেই বিস্তর জল্পনা। বিশ্লেষক থেকে সাবেকরা রোহিতের শেষও দেখে ফেলেছিলেন। ভারতের একাধিক গণমাধ্যম লিখেছে, ক্রিকেটাই ছেড়ে দেওয়া উচিত রোহিতের।

চারদিকে এত যখন আলোচনা-সমালোচনা, তখন নিজেই সবকিছু খোলাশা করেছেন রোহিত। সিডনি টেস্টে কেন তিনি নেই, টেস্টে অবসর নেবেন কিনা অথবা অধিনায়কত্ব ছাড়বেন কি করবেন— সব প্রশ্নের উত্তর স্টার স্পোর্টসকে দিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক। দ্য হিটম্যান জানিয়েছেন, তিনি সিদ্ধান্ত নিতে যথেষ্ট পরিণত এবং খেলা ছেড়ে এত দ্রুতই পালিয়ে যাচ্ছেন না।

সিডনি টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির সময় রোহিত দিয়েছেন লম্বা সাক্ষাৎকার। সেখানে ভারতের ওপেনার জানান, দলের স্বার্থ চিন্তা করেই নিজেকে বিশ্রামে দিয়েছেন তিনি, ‘অবসর নিচ্ছি না। খেলা ছেড়ে পালিয়েও যাচ্ছি না। আজ ব্যাট চলছে না। কোনও নিশ্চয়তা নেই যে পাঁচমাস পরেও ব্যাট চলবে না। দুই মাস পরে ব্যাট চলবে না। আমরা ক্রিকেটে দেখেছি যে, প্রতি মিনিটে জীবন বদলে যায়। আমি এই ম্যাচের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছি।’

বোর্ডার-গাভাস্কার ট্রফির এই ম্যাচটি রোহিতদের জন্য বাঁচা কি মরার। জিতলে সিরিজ বাঁচবে, বেঁচে থাকবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা। হারলে সব হারাতে হবে। শেষ ৯ ম্যাচে রান করতে ধুঁকতে থাকা রোহিত তাই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা সাংবাদিকদেরও একহাত নিয়েছেন, ‘যারা কলম নিয়ে, ল্যাপটপ নিয়ে বসে রয়েছেন, তারা কী লিখলেন— তাতে আমাদের জীবন বদলে যাবে না। ওরা ঠিক করবেন না আমরা খেলব কিনা, নেতৃত্বে থাকব কিনা। আমি পরিণত। দুই ছেলের পিতা। তাই দলের স্বার্থে আমার যেটা সঠিক মনে হয়েছে, সেটাই করেছি। কেননা দিনের শেষে দলকে ম্যাচ জেতানোটাই আসল কথা। নিজের পারফর্ম্যান্স নয়।’

বেশ কিছু ভারতের গণমাধ্যম জানিয়েছে, রোহিত বিশ্রাম নেননি, তাকে বাদ রেখেছে গৌতম গম্ভীরের দল। কোনো কোনো মিডিয়া বলেছে, বিশ্রাম নিয়েছেন তবে ফিরছেন না আর। অধিনায়ক হয়েও গুরুত্বপূর্ণ ম্যাচে কেন নিজেকে সরিয়ে নিয়েছেন, সেই ব্যাখাও শুনিয়েছেন রোহিত, ‘মেলবোর্ন টেস্টের পরে কোনও সিদ্ধান্ত নিইনি। সবাই নববর্ষের আবহে ছিল। তাই সেই সময় এই নিয়ে আলোচনা করিনি। এখানে (সিডনিতে) এসে কোচ ও নির্বাচকদের বলি যে, আমি রান পাচ্ছি না। এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। যারা ফর্মে রয়েছে তাদের মাঠে নামানো উচিত। টিম ম্যানেজমেন্ট আমার সিদ্ধান্তকে সমর্থন করে। বলে, তুমি এতদিন ধরে খেলছ। তুমি ক্যাপ্টেন। যা ভালো বুঝবে সেটাই করো।’

রোহিতের অবর্তমানে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জাশপ্রিত বুমরাহ। সিডনি টেস্টে ভারত ব্যাটিংয়ে খারাপ করলেও বোলিংয়ে পুষিয়ে দিচ্ছে। ১৮৫ রানে প্রথম ইনিংসে থামার পর প্যাট কামিন্সদের ৯ উইকেট ১৬৬ রানেই নিয়ে নিয়েছে বুমরাহ-সিরাজরা।

Related Articles

Back to top button