সরকারের ওপর নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে এগিয়ে আসুন : প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: দেশের উন্নতি ও অগ্রগতির জন্য সরকারের প্রতি সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “সরকারের শক্তির চেয়ে মানুষের শক্তি অনেক বেশি।”

জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে এসব কথা বলেন।

মুহাম্মদ ইউনূস আরও বলেন, “সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব এবং মন্ত্রণালয়ের কাজ হল সকলকে এই দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া, যাতে কেউ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে ভুলে না যায় কিংবা সরে না যায়। আশা করছি, এই আহ্বান সবার হৃদয়ে পৌঁছে যাবে।”

তিনি আরও উল্লেখ করেন, “প্রত্যেক মানুষের মধ্যেই পরের কল্যাণে কাজ করার স্বতঃস্ফূর্ততা রয়েছে। তবে সেই প্রবণতাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার চেয়ে পরের কল্যাণে কাজ করার মধ্যেই অনেক বেশি আনন্দ পাওয়া যায়।”

দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে ইউনূস বলেন, “এটি সবার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে, যদি আমরা সবাই সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করি।”

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

এছাড়া, অনুষ্ঠানে ইউনূস আরো উল্লেখ করেন, “আমাদের দেশ তখনই এগিয়ে যাবে যখন আমরা সবাই সমানভাবে অংশগ্রহণ করব, একে অপরের জন্য কাজ করব। একমাত্র মানুষের শক্তি দিয়ে সমাজের সকল সমস্যা সমাধান করা সম্ভব।”

Related Articles

Back to top button