ছাত্রশিবিরের সম্মেলন নিয়ে কথা বলে নেট দুনিয়ায় ভাইরাল নারী সাংবাদিক

অনলাইন ডেস্ক: গেল ৩১ ডিসেম্বর দীর্ঘ প্রায় ১৪ বছর পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সেখানে আমন্ত্রিত ছিলেন গণমাধ্যমকর্মীরা। পেশাগত দায়িত্ব পালনে অন্য সাংবাদিকদের মতো সেখানে সংবাদ সংগ্রহে যান বেসরকারি টেলিভিশনে কর্মরত ফেরদাউস উষা নামের এক সাংবাদিক।

ছাত্রশিবিরের সম্মেলন প্রথমবার কাভার করতে গিয়ে তার ভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে নিজের ফেসবুক আইডিতে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন। মূহর্তেই সেই পোস্ট নেট দুনিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া পোস্টে ফেরদাউস উষা লেখেন, ‘দীর্ঘ দেড় দশক পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ হাজারেরও বেশি সদস্য নিয়ে এ সম্মেলন শুরু হয়। গণমাধ্যমে কাজ করার সুবাদে বড় রাজনৈতিক দলগুলোর সম্মেলন কাভারেজ করতে হয়েছে। তবে এ সম্মেলনে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। নারী হিসেবে যথেষ্ট সম্মান ও নিরাপত্তা বোধ করেছি। সংগঠনটি বেশ সুশৃঙ্খল। প্রধান অতিথির বক্তব্যের পর কোনো হুড়োহুড়ি ধাক্কাধাক্কি ছিল না।’

Related Articles

Back to top button