শামীমের একাকি লড়াই, জিতলো খুলনা

অনলাইন ডেস্ক: খুলনার দেওয়া ২০৪ রানের লক্ষ্যে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৫৬ রানে ৪ উইকেট পড়ার পর উইকেটে আসেন শামীম পাটোয়ারী। এরপর চোখের পলকে স্কোরবোর্ড হয়ে যায় ৭৫/৮। এরপর শুরু হয় শামীম ‘পার্টি’। একের পর এক বাইন্ডারিতে ২৩ বলে পূর্ণ করেন ফিফটি। তবে শেষ পর্যন্ত তার ৭৮ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে। চট্টগ্রামের ইনিংস থামে ১৬৬ রানে। ৩৭ রানের জয়ে আসর শুরু করলো খুলনা টাইগার্স।

শুরুতে নাঈম আগ্রাসী শুরু করলেও টিকতে পারলেন না। বসিস্টো একপাশ আগলে রাখলেও রানের গতি কম ছিল। তবে শেষদিকে নেমে ঝড় তোলেন মাহিদুল ইসলাম অঙ্কন। তাতে আসরের প্রথম দুইশ ছাড়ানো সংগ্রহ পায় খুলনা।

আজ চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে আগে ব্যাটিং করে ২০৩ রান করেছে খুলনা। ২২ বলে ৫৯ রান করেন অঙ্কন। এছাড়া ৫০ বলে ৭৫ রান আসে বসিস্টোর ব্যাট থেকে।

এর আগে ব্যাটিং করতে নেমে ৩৭ রানে প্রথম উইকেট হারায় খুলনা। ফেরেন ১৭ বলে ২৭ রান করা নাঈম শেখ। এরপর উইল বোসিস্টো আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মিলে গড়েন ৫১ রানের জুটি। মিরাজের ব্যাট থেকে আসে ১৮ বলে ১৮ রান। একপ্রান্ত আগলে রেখে বোসিস্টো ঠিকই রানের গতি সচল রাখেন। আর শেষদিকে নেমে চট্টগ্রামের বোলারদের উপর রীতিমতো টর্নেডো চালান মাহিদুল ইসলাম অঙ্কন। তাতে বড় সংগ্রহ পায় খুলনা।

টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

চলতি বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে চট্টগ্রাম ও খুলনা। এই ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে চট্টগ্রাম। বিপিএলে দুপুরের খেলা দেড়টায় থাকলেও আজ ডিএমপির অনুরোধে বিসিবি ম্যাচটি এগিয়ে এনেছে দেড় ঘণ্টা।

চিটাগং কিংস-
মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, উসমান খান, হায়দার আলী, শামীম পাটোয়ারি, পারভেজ ইমন, থমাস ও’কননেল, মোহাম্মদ ওয়াসিম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম

খুলনা টাইগার্স-
মেহেদি হাসান মিরাজ, নাঈম শেখ, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নাওয়াজ, ইব্রাহিম জাদরান, উইলিয়াম বসিস্টো।

Related Articles

Back to top button