শরফুদ্দৌলা সৈকতের বিতর্কিত সিদ্ধান্তে ভারতীয় মিডিয়ায় তোলপাড়
অনলাইন ডেস্ক: মেলবোর্ন টেস্টে ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে তুমুল চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের প্রথম আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে আউটের সিদ্ধান্ত দেওয়ায় প্রশংসা এবং সমালোচনা দুটিই পেয়েছেন তিনি।
বক্সিং ডে টেস্টের পঞ্চম দিনে ভারতের ৭১তম ওভারে ঘটে এই ঘটনা। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৪ উইকেট, আর ভারতের লক্ষ্য ছিল ড্র নিশ্চিত করা। যশস্বী জয়সওয়ালের একটি শট সরাসরি উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে জমা পড়ে। অনফিল্ড আম্পায়ার আউট না দিলেও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স রিভিউ নেন।
রিভিউয়ে দেখা যায়, বল ব্যাট বা গ্লাভস স্পর্শ করেছে বলে আভাস মিললেও স্নিকো প্রযুক্তিতে কোনও প্রমাণ মেলেনি। তবে বলের গতিপথ পরিবর্তন দেখে এবং নিজস্ব পর্যবেক্ষণে শরফুদ্দৌলা আউটের সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্ত নিয়ে ভারতীয় দল হতাশা প্রকাশ করে এবং জয়সওয়াল মাঠ ছাড়ার সময় আম্পায়ারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এবং প্রখ্যাত আম্পায়ার সাইমন টফেল শরফুদ্দৌলার সিদ্ধান্তকে যথাযথ ও সাহসী বলে আখ্যা দিয়েছেন। তবে ভারতীয় ক্রিকেট মহল ও ভক্তদের একটি অংশ এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘প্রযুক্তি কখনো শতভাগ নির্ভুল নয়। তবে খালি চোখে মনে হয়েছে, জয়সওয়াল কিছু একটা ছুঁয়েছিল।’
অন্যদিকে, সাবেক অজি ক্রিকেটার সাইমন ক্যাটিচ স্নিকো প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন, যদিও শরফুদ্দৌলার সিদ্ধান্তের প্রতি তার সমর্থন ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্ত ঘিরে চরম আলোচনা চলছে। ‘কে এই শরফুদ্দৌলা সৈকত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম। কেউ প্রশংসা করেছেন তার নির্ভীক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার, আবার কেউ তীব্র সমালোচনা করেছেন।
বছরজুড়ে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ পরিচালনায় নিজের দক্ষতা দেখিয়েছেন শরফুদ্দৌলা। বক্সিং ডে টেস্টে তিনি পাঁচ ম্যাচের মধ্যে দুটি ম্যাচে শতভাগ সফল আম্পায়ারিং করেছেন। ভারতের বিপক্ষে এই সিরিজে তার ডাক পাওয়া ছিল তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য মাইলফলক।
সব মিলিয়ে, মেলবোর্ন টেস্টের বিতর্কিত সিদ্ধান্তে ভারতীয় মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া শরফুদ্দৌলা সৈকত তার অভিজ্ঞতার ঝুলিতে একটি মিশ্র অধ্যায় যোগ করলেন।