ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে শুভসূচনা রংপুর রাইডার্সের

অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।

গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠান ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। তবে সাইফ হাসান, খুশদীল শাহ ও ইফতিখার আহমেদের ব্যাট নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে রংপুর।

সাইফ ৩৩ বলে ৪০, ইফতিখার ৩৮ বলে ৪৯ ও খুশদীল ২৩ বলে ৪৬ রান করেন। ঢাকার পক্ষে আলাউদ্দিন বাবু নেন ৩টি উইকেট।

১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ৬৫ রান যোগ করেন এই দুই ব্যাটার। তানজিদ তামিম ২১ বলে ৩০ রান করে আউট হন।

এরপর ধস নামে ঢাকার ব্যাটিং লাইনে। ৭৫ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা। হাবিবুর রহমান সোহান ৬, লিটন ৩০ ও ফরমানুল্লাহ ১ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। থিসারা৷ পেরেরার ৮ বলে ১৭ ও মুকিদুল ইসলামের ১১ বলে ১৮ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয় ঢাকা। রংপুরের পক্ষে মেহেদী হাসান নেন ৪টি উইকেট।

Related Articles

Back to top button