অবৈধ জুয়ার অ্যাপের প্রচারণায় জান্নাতুল পিয়া

বিনোদন ডেস্ক: দেশের তারকাদের মধ্যে জুয়ার অ্যাপের প্রচারণার বিষয়টি নতুন নয়। এর আগে নুসরাত ফারিয়া,পরীমনি, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, শবনম বুবলীর মতো তারকাদেরও দেখা গেছে এমন প্রচারণায়। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া। এবারের বিপিএল ঘিরে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় তৈরি অনুষ্ঠানে কথা বলতে দেখা গেছে এই তারকাকে। জান্নাতুল পিয়া একজন পেশাদার আইনজীবী। একজন আইনজীবী হয়ে এমন একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ায় তাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের মতে, আইন জানা কেউ যদি এমন করেন, তাহলে আইন না জানা ব্যক্তিরা কী করবেন। বিপিএল উপলক্ষে পিয়া জান্নাতুল একটি ক্রিকেটবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। ফেসবুক ও ইউটিউবে জন্য তৈরি এই অনুষ্ঠানে জান্নাতুল পিয়াকে ম্যাচ–পূর্ববর্তী বিশ্লেষণ করতে দেখা গেছে। উপস্থাপনার সময় এই মডেল ও অভিনেত্রী জুয়ার অ্যাপের নামসংবলিত একটি টি–শার্ট পরিহিত ছিলেন। তবে তিনি দাবি করেছেন, এই অ্যাপের শুভেচ্ছাদূত নন তিনি।

Related Articles

Back to top button