জুবিন ছিলেন অসমীয়া সংস্কৃতির কোহিনূর: মোদি

অনলাইন ডেস্ক: ‘জুবিন ছিলেন অসমীয়া সংস্কৃতির কোহিনূর’ একটি রেডিও অনুষ্ঠানে প্রয়াত ভারতীয় গায়ক জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গায়কেব মৃত্যুর কয়েকদিন পর ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে রেডিও অনুষ্ঠান ‘মান কি বাত’ উপস্থিত হন ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘আজ আসাম ভূপেন হাজারিকার জন্মদিন উদ্‌যাপন করছে, কিন্তু কয়েক দিন আগে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। মানুষ শোকাহত জুবিন গার্গের মৃত্যুতে। তিনি ছিলেন একজন জনপ্রিয় গায়ক, যিনি সারা দেশে নিজের ছাপ রেখে গিয়েছেন। আসামের সংস্কৃতির সঙ্গে তার গভীর যোগ ছিল। তার সঙ্গীত ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তির পথ দেখাবে।’

তিনি আরও বলেন, ‘জুবিন ছিলেন অসমীয়া সংস্কৃতির কোহিনূর, উজ্জ্বলতম রত্ন। তিনি হয়তো শারীরিকভাবে আমাদের মাঝে নেই, তবে চিরকাল হৃদয়ে থাকবেন।’

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পানিতে ডুবে ৫২ বছর বয়সে মারা যান এই সংগীতশিল্পী। তার মৃত্যুর পর আসাম সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল।

এদিকে, আসাম সরকার জুবিন গর্গকে স্মরণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। তার অস্থি বিভিন্ন সংস্থা ও ব্যক্তির মধ্যে অনলাইন আবেদন পদ্ধতিতে বিতরণ করা হবে। এছাড়া শৈশবের স্মৃতিবিজড়িত কামারকুচিতে, যেখানে রাষ্ট্রীয় সম্মানে তার শেষকৃত্য হয়েছে, সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button