দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার হচ্ছেন?
অনলাইন ডেস্ক: বিপদ যেন কাটছেই না দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউন সুক ইওলকে গ্রেপ্তারের জন্য আবেদন করেছে দেশটির কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে আকস্মিকভাবে সামরিক আইন জারি করেছিলেন ইউন। এর জেরে ইউন সুক ইওলকে ইমপিচ বা অভিশংসন করে দেশটির পার্লামেন্ট। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে সরকারি দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়। শেষমেশ তাকে গ্রেপ্তারের আবেদন জানানো হলো।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার যৌথ তদন্তকারী সদরদপ্তর জানিয়েছে, ইউন সুক-ইওলকে জিজ্ঞাসাবাদের জন্য তিনবার সমন জারি করা হয়। এই তিনবারই তিনি তদন্ত কমিটির কাছে হাজির হননি। তার বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব কারণে তাকে গ্রেপ্তার করার আবেদন করা হয়েছে।
এখন দেশটির এক আদালত সিদ্ধান্ত নেবেন যে ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কিনা।
বিবিসি জানিয়েছে, এ মাসের শুরুর দিকে হঠাৎ করে দেশে সামরিক শাসন জারি করেছিলেন ইউন। কিন্তু পার্লামেন্ট সেই আদেশের বিরুদ্ধে ভোট দিলে কয়েক ঘণ্টার মধ্যে তিনি মার্শাল ল’ তুলে নিতে বাধ্য হন।
কিন্তু এরপর থেকেই প্রেসিডেন্ট ইউনের পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠতে থাকে। গত সপ্তাহেও তার বিরুদ্ধে পার্লামেন্ট অভিশংসনের একদফা ভোটাভুটি হয়েছিল, যদিও সেই ভোটে তিনি টিকে যান। তবে দ্বিতীয় দফায় অভিশংসিত হন তিনি।