কিংবদন্তি অভিনেত্রী শবনমের সঙ্গে যা কথা হলো রাহাত ফতেহ আলী খানের

অনলাইন ডেস্ক: ২১ ও ২৩ ডিসেম্বর দুটি কনসার্টে অংশ নিতে সম্প্রতি ঢাকা সফর করেন পাকিস্তানি সুফি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। সংক্ষিপ্ত সফরের মধ্যেও ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসে একটি নৈশভোজে অংশ নেন তিনি।

সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ হয় কিংবদন্তি অভিনেত্রী শবনমের। এসময় নানা বিষয়ে আলাপচারিতায় মগ্ন ছিলেন তারা। এরপর একসঙ্গে ডিনার শেষে, ছবি তোলা শেষে ফটোশুট।

আয়োজন প্রসঙ্গে শবনম বলেন, ‘গত মার্চ মাসে পাকিস্তানে একটি অনুষ্ঠানে আমার সঙ্গে রাহাত দেখা করেছিলেন। এবার ঢাকায় দেখা হলো। আমাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে। শিল্পীর প্রতি শিল্পীর এই যে শ্রদ্ধাবোধ, ভালোবাসা এটাই এক জীবনের প্রাপ্তি।’

১৯৪৬ সালে ঢাকায় জন্ম নেওয়া শবনম বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও সমানভাবে জনপ্রিয়। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা সিনেমার পাশাপাশি অসংখ্য উর্দু সিনেমাও অভিনয় করেছেন তিনি। সেসময় উর্দু সিনেমায় শবনম-ওয়াহিদ মুরাদ, শবনম-নাদিম জুটি ছিল ব্যাপক জনপ্রিয়।

Related Articles

Back to top button