সাকিবের যে কথা আজও কানে বাজে অপু বিশ্বাসের

অনলাইন ডেস্ক: ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন ঢালিউড অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। বিয়ের পর লুকিয়ে টানা আট বছর সংসার করেন তারা। তাদের কোলজুড়ে আসে আব্রাম খান জয়। এরপরই সব ওলটপালট হয়ে যায় তাদের জীবনের।

২০১৭ সালের ১০ এপ্রিল হঠাৎ করেই পুত্র আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনেত্রী জানান, তার এই সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। এরপর এ বিয়ে নিয়ে বহু জলঘোলা হয়েছে। কারণ সন্তানের বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলেন অভিনেতা। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। অপু বিশ্বাসকে ডিভোর্স দেন শাকিব।

দুজনেই নিজেদের জীবনে থিতু হওয়ার চেষ্টা করেছেন। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের ইতি টানেন এ তারকা জুটি। যদিও এসব ঘটনা এখন পুরোনো। তবু মাঝে মাঝে শাকিবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করেন অপু বিশ্বাস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে ঘটে যাওয়া নানান ঘটনা শেয়ার করেন এ অভিনেত্রী। তিনি বলেন, একবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়েই ভারতের শিলিগুড়ি চলে গিয়েছিলেন শাকিব।

সে ঘটনা বর্ণনা করে অপু বলেন, একদিন ভোরে শাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানান— তারা চ্যাংরাবান্ধা বর্ডারে আছেন। আমি বললাম, মানে কি? তখন বিছানা থেকে লাফিয়ে উঠে আমার মেজ বোনকে বললাম শাকিবের কাণ্ড। সেই পুরোটা দাদাকে বলল। দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠল।

তিনি বলেন, শুটিং ফাঁকি দিয়ে সারারাত বাসে চড়ে সেখানে গিয়েছিল শাকিব। এমন অবস্থায় দাদাকে বললাম— তিনি সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গেলেন, সঙ্গে আমিও ছিলাম। এরপর দাদা শিলিগুড়িতে শাকিবের জন্য একটি হোটেল বুক করেন।

অভিনেত্রী বলেন, শাকিব অনেক সহজ-সরল। আমাদের যেদিন বিয়ে হয়েছে, সেদিনের একটা কথা এখনো কানে বাজে। শাকিব হুট করেই আমাকে বলে— চলো বিয়ে করে ফেলি। আমি বললাম, বিয়ে করে ফেলব, কীভাবে সম্ভব? এর জবাবে আমাকে বলেছিল, স্ত্রীকে একজন স্বামী যেভাবে ভালোবাসে, আমি ঠিক একজন স্বামীর জায়গা থেকে সেভাবেই তোমাকে ভালোবাসব।

শাকিবের সঙ্গে প্রেম নিয়ে পরিবারের সঙ্গে দ্বিমত ছিল কিনা সেই প্রসঙ্গে অপু বলেন, আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা। মায়ের এত কমিটমেন্ট, এত প্রেসার ছিল, সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে। আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেন বলে জানান এ অভিনেত্রী।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে সংসার ভাঙার পর অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন তিনি। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীর। এরপর সেই সংসারও ভেঙে যায় অভিনেতার।

Related Articles

Back to top button