ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: সীমান্ত হত্যা কখনই মেনে নেওয়ার নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এ দাবি জানিয়ে আসছে। সীমান্ত হত্যা কখনই মেনে নেওয়ার নয়।

গতকাল বুধবার সন্ধ্যায় হঠাৎ ব্যক্তিগত সফরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বিএনপি মহাসচিবের পাশে ছিলেন।

Related Articles

Back to top button