পুলিশের পোশাক পরে গভীর রাতে মাছ লুট!

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় পুলিশের পোশাক পরে গভীর রাতে মাছ লুটের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টার দিকে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে এ ঘটনা ঘটে। খামারটি কাশিয়াইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেমের মালিকানাধীন।

এদিকে ডাকাতদের মারধরে তাপস বিশ্বাস ও আশরাফ আলী নামের দুইজন প্রহরী আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেমের খামার বাড়ি একই এলাকার ফুরুত্যা গ্রামে। বুধবার গভীর রাতে ৩০-৪০ জনের দুর্বৃত্তের দল খামার বাড়িতে প্রবেশ করে পুকুরের মাছ লুট করে নেয়। এ সময় ডাকাতিতে বাধা দেওয়ায় দায়িত্বরত দুই প্রহরীকে মারধর করা হয়।

কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম বলেন, ‘গভীর রাতে দুর্বৃত্তরা খামার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় অনেকের গায়ে পুলিশের পোশাক ছিল। তারা দুইজন প্রহরীকে মারধর করে দুর্বৃত্তরা। ঘটনাটি স্থানীয় থানায় জানানো হয়েছে।’

পটিয়া থানার ওসি জায়েদ নূর বলেন, ‘মাছ লুটের বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

Related Articles

Back to top button