মনোগ্রাম পরিবর্তন হবে পুলিশের

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশ তাদের মনোগ্রাম পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নে অনেক দূর এগিয়েছে। নতুন মনোগ্রাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।

বর্তমান মনোগ্রামে পাল বাঁধা নৌকার দুই পাশে গম ও ধানের শীষ এবং ওপরে শাপলা রয়েছে। নতুন মনোগ্রামে শাপলার পাশে গম ও ধানের শীষ থাকবে, ওপরে থাকবে তিনটি পাটপাতা, আর নিচে থাকবে বাংলায় “পুলিশ” লেখা।

২০০৯ সালের পুলিশ সংস্কার আন্দোলনের ১১ দফা দাবির ভিত্তিতে ৮ আগস্ট এক বৈঠকে মনোগ্রাম ও ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ অধিদপ্তর জানিয়েছে, মনোগ্রাম পরিবর্তনে অতিরিক্ত বাজেট প্রয়োজন হবে না। সংশোধিত মনোগ্রামের ছবি ও খসড়া প্রজ্ঞাপন প্রেরণ করা হয়েছে।

নতুন মনোগ্রাম পুলিশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন মাত্রায় উপস্থাপন করবে।

Related Articles

Back to top button