খুলনার মানুষের বহুল প্রতীক্ষিত স্বপ্ন পূরণ

অনলাইন ডেস্ক: খুলনার মানুষের বহুল প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হলো। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় যাত্রা শুরু করে জাহানাবাদ এক্সপ্রেস।

ট্রেনটিতে করে মাত্র সাড়ে তিন থেকে চার ঘণ্টার মধ্যে খুলনা থেকে ঢাকায় যেতে পারবে খুলনার মানুষ। ট্রেনটি আনুমানিক সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

জানা যায়, খুলনার স্টেশন ছেড়ে ট্রেনটি নওয়াপাড়া, সিংগিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী, ভাঙ্গা স্টেশন হয়ে ঢাকায় পৌঁছাবে। খুলনা থেকে রেলপথে যমুনা সেতু হয়ে ঢাকার দূরত্ব ৩৭৬ কিলোমিটার। নতুন এ রেলপথ নির্মাণে যাতায়াতে দূরত্ব কমেছে ১৭৭ কিলোমিটার।

খুলনা-ঢাকা রুটে তিনটি ট্রেন চলাচল করে। এর মধ্যে দুটি আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস, আর একটি নকশিকাঁথা কমিউটার ট্রেন। এতে খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগে ১০ ঘণ্টারও বেশি। ফলে চরম দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। নতুন জাহানাবাদ এক্সপ্রেস চালু হওয়ায় মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকায় পৌঁছাবেন যাত্রীরা। ট্রেনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার সর্বনিম্ন ৪৪৫ টাকা এবং সর্বোচ্চ ১৩৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের থেকে কম। খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় ও খরচ কম লাগায় খুশি যাত্রীরা। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে মোট ৭৬৮টি সিট রয়েছে। এছাড়াও অতিরিক্ত ২৫ শতাংশ টিকিট বিক্রয়ের জন্য রাখা হয়েছে। কেউ দাঁড়িয়ে যেতে চাইলে এই টিকিট ক্রয় করতে পারবেন।

ট্রেন উদ্বোধনের সময় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘আজ থেকে বাণিজ্যিকভাবে খুলনা থেকে ঢাকা যাওয়ার নতুন রুটের ট্রেন উদ্বোধন হলো। চার ঘণ্টার মধ্যে এই ট্রেন ঢাকায় পৌঁছাবে।’

Related Articles

Back to top button