কাবিলাকে বাদ দিয়ে হাবুকে বিয়ে, তুলতুলের অবাক করা স্বীকারোক্তি

অনলাইন ডেস্ক: ব্যাচেলর পয়েন্ট’ নাটকের সবচেয়ে জনপ্রিয় চরিত্র কাবিলা। ২০২২ সালের ডিসেম্বরে খবর আসে বিয়ে করেছেন তিনি। সেসময় আক্ষেপ প্রকাশ করে একটি পোস্ট করেছিলেন রেজিনা খান তুলতুল। সেই রোজিনাই এবার বিয়ে করেছেন অভিনেতা চাষী আলমকে। যিনি ‘হাবু ভাই’ নামেই পরিচিত।

গত বছরের ১৭ ডিসেম্বর পলাশ ও তার স্ত্রীর ছবি আপলোড করে রেজিনা খান তুলতুল ক্যাপশনে লেখেন, ‘আমি স্বপ্ন দেখি তারে নিয়ে। আর সে স্বপ্ন সাজাল অন্য কাউকে নিয়ে! বাহ!’

তুলতুল ঢাকার মেয়ে। স্নাতকে পড়াশোনা করছেন। বিয়ে নিয়ে চাষী বলেন, ‘পারিবারিকভাবে আমাদের বিয়ে হচ্ছে। বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে।

এদিকে আদৌ কি পলাশকে বিশেষ পছন্দ করতেন তুলতুল? খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক বছর ধরেই ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিবারের সঙ্গে সম্পর্ক তুলতুলের। চাষীর সঙ্গে তার জানাশোনা বছর তিনেকের। অনেকের মতে, তারা প্রেম করেছেন। আর পলাশের সঙ্গেও বেশ ভালো যোগাযোগ তার। এ অভিনেতার বিয়ের পর নাকি অনেকটা মজার ছলেই ২০২২ সালের ডিসেম্বরে সেই পোস্টটা দিয়েছিলেন তুলতুল!

Related Articles

Back to top button