এবার প্রেমের টানে খাগড়াছড়িতে পাকিস্তানি যুবক
অনলাইন ডেস্ক: ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আর সেই প্রেমের টানে পাকিস্তানের লাহোর থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এসেছেন পাকিস্তানি যুবক আলীম উদ্দিন (২৮)। এরপর তিনি তার প্রেমিকা বৃষ্টি (২১)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে বৃষ্টির বাবা আবুল হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৮ মাস আগে ফেসবুকের মাধ্যমে বৃষ্টির সঙ্গে আলীম উদ্দিনের পরিচয় হয়। বৃষ্টি খাগড়াছড়ি কলেজের ব্যবসায় শাখার তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তরপাড়ার আবুল হোসেনের মেয়ে।
বৃষ্টির বাবা আবুল হোসেন জানান, মেয়ের সঙ্গে দেখা করতে গত ১১ ডিসেম্বর পাকিস্তান থেকে চট্টগ্রামে আসেন আলীম উদ্দিন। তিনি চট্টগ্রামের বেস্ট ওয়েস্টার্ন হোটেলে প্রায় আটদিন অবস্থান করেন এবং ১৯ ডিসেম্বর খাগড়াছড়িতে গিয়ে কোর্ট ম্যারেজ করেন। এরপর তিনি আবার চট্টগ্রামে ফিরে যান। ২২ ডিসেম্বর বেলছড়ির নিজ বাড়িতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুনরায় তাদের বিবাহ সম্পন্ন হয়।
পাকিস্তানি যুবক আলীম উদ্দিন জানান, পাসপোর্ট এবং ভিসার কাজ সম্পন্ন হলে স্ত্রীকে নিয়ে তিনি পাকিস্তান ফিরে যাবেন।
কনে বৃষ্টির সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তার বাবা অস্বীকৃতি জানান, ফলে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বৃষ্টির বাবা আবুল হোসেন বলেন, “প্রথমে সম্পর্ক মেনে নিতে পারছিলাম না, কিন্তু তারা উভয় প্রাপ্তবয়স্ক এবং ইতিমধ্যে বিয়ে হয়েছে, তাই শেষ পর্যন্ত মেনে নিয়েছি।”
মাটিরাঙ্গা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম বলেন, “সম্পর্কিত বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং রাষ্ট্রীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।” সূত্র: দৈনিক জনকণ্ঠ