‘আ.লীগ সংখ্যালঘু উপাধি দিয়ে হিন্দুদের সম্পদ লুট করেছে’

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ধর্মের ভিত্তিতে কাউকে দেশে বিভাজন তৈরি করতে দেওয়া হবে না। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সংখ্যাগুরু ও সংখ্যালঘু শব্দ দুটি উৎপাদন করেছিল। তারা হিন্দুদের সংখ্যালঘু উপাধি দিয়ে তাদের সম্পদ লুটপাট করেছে।”

গতকাল সোমবার রাতে সদর উপজেলা জামায়াতের আয়োজনে পাগলা পীর বাজারে এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

জামায়াত আমির আরও বলেন, “আবুল বারকাত নামে একজন বুদ্ধিজীবী পত্রিকায় লিখেছিলেন, জামায়াতে ইসলামীর দখলে এ দেশের অন্যান্য ধর্মের মানুষের ৩৪ হাজার একর অবৈধ জমি রয়েছে। সরকার সারা দেশ খোঁজখবর নিয়ে কোনো সত্যতা পায়নি। আমরা চাঁদাবাজি করি না, করতে দেব না। আমরা দখলদারি করি না, করতে দেব না। আমরা ঘুস খাই না, খাইতে দেব না।”

তিনি বলেন, “রংপুরে মানুষ তো খুব ভালোমানুষ। তাদের কাজ করতে হবে। ইসলামি আন্দোলনটা গতিশীল করতে হবে। এ রংপুরের সন্তান আবু সাঈদ নিজে শাহাদাতবরণ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আগুন জ্বালিয়েছিল। সে বলেছিল বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর।'”

ডা. শফিকুর রহমান আরো বলেন, “বাংলাদেশের ব্যাংকগুলো বিক্রির পর হজম করে ফেলেছে ফ্যাসিবাদ আওয়ামী লীগ। এরা এখন দেশটাকে অস্থির করার চেষ্টা করছে। ভিন্ন নামে ভিন্ন ভাবে তাদের এই কর্মকাণ্ড চলছে। সবাই সজাগ থাকবেন। দেশের অর্থনীতিকে পঙ্গু করার ষড়যন্ত্র রুখে দিতে হবে।”

পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী শুরা সদস্য মাহবুবুর রহমান বেলালসহ স্থানীয় নেতারা।

ডা. শফিকুর রহমান মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রংপুরের মিঠাপুকুর উপজেলায় জামায়াতের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Related Articles

Back to top button