স্বজন গ্রুপের জাতীয় ডিলার সম্মেলন ২০২৪ সফলভাবে সম্পন্ন

অনলাইন ডেস্ক: স্বজন গ্রুপের উদ্যোগে আজ ঢাকার সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হলো “জাতীয় ডিলার সম্মেলন ২০২৪”। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক ডিলার এই সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বজন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান, বিপণন পরিচালক, অর্থ পরিচালক এবং ফ্যাক্টরি পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে স্বজন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন,স্বজন গ্রুপের আজকের অবস্থানে আসার পেছনে ডিলারদের নিরলস পরিশ্রম ও প্রতিশ্রুতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের মধ্যে রিটেইল মার্কেটে ২০০ কোটি টাকার লেনদেন অর্জনের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই লক্ষ্য পূরণে ডিলারদের ভূমিকা অনস্বীকার্য।”

চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আমাদের পণ্য সারা দেশে আস্থার প্রতীক হয়ে উঠেছে। ডিলারদের সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র পেশাগত নয়, এটি পারিবারিক। একসঙ্গে কাজ করে আমরা নতুন উচ্চতায় পৌঁছাব।

মার্কেটিং পরিচালক স্বজন গ্রুপের নতুন মার্কেটিং পরিকল্পনা তুলে ধরে বলেন, ঢাকাসহ সারাদেশে সিপিভিসি পণ্যের বাজার সম্প্রসারণের জন্য বিশেষ প্রণোদনা ও ক্যাম্পেইন চালু করা হয়েছে। আমাদের লক্ষ্য বাজার সম্প্রসারণের পাশাপাশি ডিলারদের সাফল্য নিশ্চিত করা।

সম্মেলনে ডিলারদের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যারা বিক্রয়ে অসামান্য সাফল্য অর্জন করেছেন। এছাড়া, স্বজন গ্রুপের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং ডিলারদের জন্য প্রণোদনার বিবরণও তুলে ধরা হয়।

উল্লেখ্য, স্বজন গ্রুপ বাংলাদেশের একমাত্র NSF-USA সার্টিফায়েড সিপিভিসি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের টেকসই উৎপাদন পদ্ধতি, উন্নত প্রযুক্তি এবং উচ্চমানের গ্রাহকসেবার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় নির্মাণ প্রকল্পগুলোতে সিপিভিসি পণ্য সরবরাহে শীর্ষস্থান ধরে রেখেছে।

Related Articles

Back to top button