ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে সারা দেশে বৃষ্টি বাড়ার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে বুধবার (১০ সেপ্টেম্বর) দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেই সঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, ‘১১ সেপ্টেম্বরের (বৃহস্পতিবার) পর দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। তবে তা খুব বেশি বাড়বে না। এ ছাড়া বুধবার ঢাকায় বৃষ্টি কিছুটা বাড়তে পর। বিশেষ করে দুপুরের পর বা সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে ঢাকায়।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ২২টিতে বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৫২ মিলিমিটার। ঢাকায় এসময় রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ ছিল এক মিলিমিটারেরও কম।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও নওগাঁর বদলগাছীতে, ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এসময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.৫ ডিগ্রি।

Related Articles

Back to top button