ইউটিউবে নতুন নিয়মে বিপাকে অনেক ক্রিয়েটররা
অনলাইন ডেস্ক: ইউটিউবে শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না ও ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে।
ভিডিও দেখার পাশাপাশি ইউটিউবে ভিডিও প্রকাশ করে আয়ও করছেন অনেকে। তবে নিজেদের তৈরি ভিডিও দর্শকদের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে অতিরঞ্জিত বা মিথ্যা তথ্যনির্ভর শিরোনাম ও থাম্বনেইল দেন অনেকে, যা দর্শকদের ক্লিক করতে উৎসাহী করে তোলে।
‘ক্লিকবেইট’ কৌশলে করা এসব ভিডিওতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য জানা যায় না। এমনকি মিথ্যা তথ্যও ছড়িয়ে পড়ে। এর ফলে বিভ্রান্ত হন দর্শকেরা। এ সমস্যা সমাধানে চটকদার শিরোনাম ও থাম্বনেইলযুক্ত ক্লিকবেইট ভিডিও বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ইউটিউব। আর এর প্রয়োগ শুরু হবে ভারত থেকে।
নতুন এ সিদ্ধান্তের আওতায় যেসব ভিডিওর শিরোনাম বা থাম্বনেইলে দর্শকদের আকৃষ্ট করতে ভুল তথ্য রয়েছে এবং ভিডিওর মূল বিষয়বস্তুর সঙ্গে থাম্বনেইল ও শিরোনামের মিল নেই, সেগুলো ইউটিউব থেকে মুছে ফেলা হবে।
এক ব্লগ বার্তায় ইউটিউব জানিয়েছে, নতুন নীতিমালা প্রথমে ভারতে কার্যকর করা হবে। এরপর কয়েক মাসের মধ্যে অন্যান্য দেশেও চালু করা হবে। ইউটিউবের মুখপাত্র জ্যাক ম্যালন এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের নতুন নীতিমালা ক্লিকবেইটের অপব্যবহার বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ইউটিউবের তথ্যমতে, এই নীতিমালার আওতায় ‘ব্রেকিং নিউজ’ ও ‘চলমান ঘটনাবলি’ শীর্ষক শিরোনাম থাকা বিভ্রান্তিকর ভিডিওগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে। তবে ক্লিকবেইট ভিডিও মুছে ফেলা হলেও নির্মাতাদের কোনো স্ট্রাইক দেওয়া হবে না।
এ বিষয়ে ইউটিউব জানিয়েছে, ‘আমরা নির্মাতাদের সচেতন করতে কাজ চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের নজর নতুন আপলোড হওয়া ভিডিওগুলোর ওপর বেশি থাকবে।’ইউটিউবে শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না ও ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে।
ভিডিও দেখার পাশাপাশি ইউটিউবে ভিডিও প্রকাশ করে আয়ও করছেন অনেকে। তবে নিজেদের তৈরি ভিডিও দর্শকদের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে অতিরঞ্জিত বা মিথ্যা তথ্যনির্ভর শিরোনাম ও থাম্বনেইল দেন অনেকে, যা দর্শকদের ক্লিক করতে উৎসাহী করে তোলে।
‘ক্লিকবেইট’ কৌশলে করা এসব ভিডিওতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য জানা যায় না। এমনকি মিথ্যা তথ্যও ছড়িয়ে পড়ে। এর ফলে বিভ্রান্ত হন দর্শকেরা। এ সমস্যা সমাধানে চটকদার শিরোনাম ও থাম্বনেইলযুক্ত ক্লিকবেইট ভিডিও বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ইউটিউব। আর এর প্রয়োগ শুরু হবে ভারত থেকে।
নতুন এ সিদ্ধান্তের আওতায় যেসব ভিডিওর শিরোনাম বা থাম্বনেইলে দর্শকদের আকৃষ্ট করতে ভুল তথ্য রয়েছে এবং ভিডিওর মূল বিষয়বস্তুর সঙ্গে থাম্বনেইল ও শিরোনামের মিল নেই, সেগুলো ইউটিউব থেকে মুছে ফেলা হবে।
এক ব্লগ বার্তায় ইউটিউব জানিয়েছে, নতুন নীতিমালা প্রথমে ভারতে কার্যকর করা হবে। এরপর কয়েক মাসের মধ্যে অন্যান্য দেশেও চালু করা হবে। ইউটিউবের মুখপাত্র জ্যাক ম্যালন এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের নতুন নীতিমালা ক্লিকবেইটের অপব্যবহার বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ইউটিউবের তথ্যমতে, এই নীতিমালার আওতায় ‘ব্রেকিং নিউজ’ ও ‘চলমান ঘটনাবলি’ শীর্ষক শিরোনাম থাকা বিভ্রান্তিকর ভিডিওগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে। তবে ক্লিকবেইট ভিডিও মুছে ফেলা হলেও নির্মাতাদের কোনো স্ট্রাইক দেওয়া হবে না।
এ বিষয়ে ইউটিউব জানিয়েছে, ‘আমরা নির্মাতাদের সচেতন করতে কাজ চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের নজর নতুন আপলোড হওয়া ভিডিওগুলোর ওপর বেশি থাকবে।’