রাজশাহীতে তিনজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
অনলাইন ডেস্ক: সড়ক দুর্ঘটনায় ১০ জেলায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে রাজশাহীতে স্বামী-স্ত্রীসহ তিনজনের প্রাণহানি হয়েছে। এছাড়া গাজীপুর, টাঙ্গাইল, চাঁদপুর ও যশোরে দুজন করে নিহতের
সড়ক দুর্ঘটনায় ১০ জেলায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে রাজশাহীতে স্বামী-স্ত্রীসহ তিনজনের প্রাণহানি হয়েছে। এছাড়া গাজীপুর, টাঙ্গাইল, চাঁদপুর ও যশোরে দুজন করে নিহতের খবর পাওয়া গেছে। চট্টগ্রাম, কুষ্টিয়া, রংপুর, বরিশাল ও জয়পুরহাটে প্রাণ হারিয়েছেন আরো পাঁচজন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
রাজশাহী: পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পুঠিয়ার ভাড়রা গ্রামের ব্যবসায়ী আবু হানিফ (২৭), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) এবং তার বোন যূথী খাতুন (১৪)। ফাতেমা রাজশাহী মহিলা কলেজে অনার্সের শিক্ষার্থী ও যূথী পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন।
পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, দুপুরে মোটরসাইকেলে করে আবু হানিফ তার স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে নাটোরে যাচ্ছিলেন। পথে শিবপুরের কাছে পৌঁছলে একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু হানিফ ও তার শ্যালিকা যূথী মারা যান। আহত ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান তিনি।
গাজীপুর: শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শফিকুল ইসলাম (৪৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে। তিনি পেশায় ঠিকাদার। অন্যজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
টাঙ্গাইল: বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশাচালক কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনীল পালের ছেলে প্রদীপ পাল (৪০)। এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সৈকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁদপুর: জেলার ফরিদগঞ্জে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার বালিথুবা ইউনিয়নের মূলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মূলপাড়া গ্রামের ইকবাল হোসেন (২০) ও শাহাদাত হোসেন (১৮)।
যশোর: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল দুপুরে ঝিকরগাছা ও মণিরামপুর উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে বুলু মিয়া গাজী ও মণিরামপুর উপজেলার শরণখোলা গ্রামের আফজাল হোসেন (৩৫)।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি এসি বাস দ্রুতগতিতে আসছিল। গাজীর দরগাহ এলাকায় বাসটি একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় স্থানীয় জনতা বাসের অন্তত ১৫ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মৃত অবস্থায় বুলু মিয়াকে উদ্ধার করেন।
অন্যদিকে মণিরামপুর উপজেলার সরসকাটি এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আফজাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
এছাড়া চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল থেকে পড়ে গাড়িচাপায় অন্তর সরকার (২৬), কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম (৬০), রংপুরের পীরগঞ্জে অটোভ্যানের ধাক্কায় আবির (৬) নামে এক শিশু, বরিশালের মুলাদীতে টমটম চাপায় মো. শাওন হোসেন (১৬) এবং জয়পুরহাটে বাসের ধাক্কায় মারুফ হোসেন (২২) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সূত্র: দৈনিক বণিক বার্তা