মোহামেডানকে হারিয়ে কলিজা ঠান্ডা হলো কিংসের

অনলাইন ডেস্ক: ফুটবলে মোহামেডান-বসুন্ধরা কিংসের ম্যাচ মানেই যেন কিছু অঘটন থাকবেই। ম্যাচটা শেষের দিকে গড়িয়েছে। ২-০ গোলে জয়ের পথে বসুন্ধরা। রেফারি আলমগীর সরকারের শেষ বাঁশি শোনার অপেক্ষা। তখনই কিনা বাধল ছোট সমস্যা। মোহামেডানের মধ্যমনি উজবেক ফুটবলার মোজাফফরভ লালকার্ড পেলেন। কিংসের সোহেল রানা পেলেন হলুদ কার্ড।
সোহেল রানার আচরণ দেখেননি রেফারি, মোজাফফরভেরটা দেখেছেন। দুজনই মাঝমাঠের ফুটবলার। ফুটবলের ভদ্র ছেলে মোজাফফরভের সঙ্গে ক্রমাগত খোঁচাখুঁচি করেই চলেছেন সোহেল রানা। একটা সময় নিজেকে আর ধরে রাখতে পারেননি মোজাফফরভ। হাতটা উঁচিয়ে দেওয়া মাত্রই রেফারি আলমগীর সরকারের চোখে পড়ে গেলেন। এমনিতেই ম্যাচে হার, তার উপর মোজাফফরভের লালকার্ড মোহামেডানকে ক্ষতির মুখে ফেলে দিল। এই ফুটবলার মোহামেডানের মাঝমাঠ বাঁচিয়ে রেখেছেন। লালকার্ডের কারণে আগামী ম্যাচে আরামবাগের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংস প্রতিশোধ নিয়েছে। মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে। কিংসের মাঠে হওয়া ম্যাচের ১৫ মিনিটে ১-০তে এগিয়ে ছিল রাকিব হোসেনের গোলে। আর ম্যাচ শেষে ইনজুরি টাইমে ডরিয়েলটনের গোলে টেনশন দূর হয় বসুন্ধরা কিংসের, ২-০। মোহামেডানের বোয়েটাং, রহিম উদ্দিনরা সুযোগ কাজে লাগাতে পারেননি।
ফুটবলে গত মৌসুমে দুই পর্বে বসুন্ধরা কিংস হেরেছিল মোহামেডানের কাছে। লিগ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সেই দুই জয়ের বড় অবদান ছিল। এবার সেই প্রতিশোধ নিতে পেরে বসুন্ধরা কিংসের কলিজা ঠান্ডা হয়েছে। কালকের জয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস, ৬ খেলায় ১৬ পয়েন্ট। টেবিলের একমাত্র দল, কোনো হার নেই। অন্যদিকে ৬ ম্যাচে ২ জয়, ১ ড্র, ৩ হার নিয়ে টেবিলের চতুর্থ স্থানে মোহামেডান। আগামী ১৬ ডিসেম্বর ফেডারেশন কাপ ফুটবলে মোহামেডান-বসুন্ধরা কিংসের ম্যাচ দেখা যাবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।
পেছনে ছুটছে কিংসের বন্ধু ফর্টিস
বসুন্ধরার পেছনে ছুটছে তাদেরই বন্ধু দল ফর্টিস এফসি। গতকাল মুন্সীগঞ্জের মাঠে ফর্টিস ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। গোলশূন্য ম্যাচের শেষ বাঁশি বাজার আগে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওনিয়াকাচি ওকাফর গোল করে ম্যাচ জেতান। বসুন্ধরা কিংস এবং ফর্টিস কর্তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পয়েন্ট টেবিলে কিংসের পেছনেই রয়েছে ফর্টিস। ৬ খেলায় ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
অবশেষে আরামবাগের জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্সকে হারিয়ে প্রথম জয় পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। গতকাল বিকালে মানিকগঞ্জে অনুষ্ঠিত খেলায় কাজী রাহাদ মিয়ার জোড়া গোলে আরামবাগ ২-০ তে হারিয়েছে ব্রাদার্সকে। আরামবাগ প্রথম খেলায় ড্র করেছিল, এরপর টানা ৪ ম্যাচ হেরেছে। সেখান থেকে উঠে এলো, ব্রাদার্সকে হারিয়ে। এই মৌসুমে ব্রাদার্স এরই মধ্যে দুই বার আবাহনীকে হারিয়েছে। সেই ব্রাদার্স কীভাবে লিগের ১০ নম্বর দলের বিপক্ষে হেরে যায়। ৭ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ৫ নম্বরে।
আজকের খেলা
আবাহনী-ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ২টা ৩০ মানিকগঞ্জ। পুলিশ-পিডব্লিউডি, ২টা ৩০ গাজীপুর।



