আ.লীগ সব কিছুতে দলীয়করণ করেছিল

অনলাইন ডেস্ক: টানা ১৫ বছরের বেশি ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সবকিছুতেই দলীয়করণ সৃষ্টি করেছিল। এই সময়ে তারা বিরোধী মত দমন করেছে শক্ত হাতে। সত্যের পক্ষে কেউ কথা বললেও তাকে জেলে পাঠিয়ে দেওয়া হতো। আওয়ামী লীগের এমন অপরাজনীতির কারণে দেশ ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে আর কোনো রাজনৈতিক দল যেন এমন পরিবেশ তৈরি করতে না পারে- সেজন্য বর্তমান সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকার যদি তা করতে না পারে, তাহলে সবার মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হবে।

রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে শনিবার ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে সৃজনশীলতার স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনায় বক্তারা এ কথা বলেন। কারখানা স্টুডিও এবং ইএমকের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, লেখক ও অ্যাস্টিভিস্ট তুহিন খান, থিয়েটার অ্যাক্টিভিস্ট ও ক্রিয়েটিভ প্রযোজক শাহনাজ পারভীন জোনাকি, স্থপতি ও সঙ্গীতশিল্পী আয়া লেমনস্কি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুনহা মান্না।

কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় বলেন, ২০১০ সালের দিকেও বাংলাদেশে সব ধরনের কার্টুন আঁকা যেত। কিন্তু পরবর্তী সময়ে কার্টুন আঁকা অনেক চ্যালেঞ্জ ছিল। মূলত আওয়ামী লীগ সরকার কার্টুন আঁকতে দেয়নি। ফলে এই সময়ে কার্টুনিস্টদের ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেককে জেলে যেতে হয়েছে। সূত্র: দৈনিক যুগান্তর

Related Articles

Back to top button