পঞ্চগড়ে অনিয়মের অভিযোগে পরীক্ষা স্থগিত
অনলাইন ডেস্ক: পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ অনিয়মের অভিযোগে পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।
এ ঘটনায় পরীক্ষার্থীদের তোপের মুখে পরীক্ষা স্থগিত ঘোষণা করেন পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুজ্জামান।
সূত্র জানায়, শুক্রবার সকালে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জনবল নিয়োগ পরীক্ষা শুরু হয়। এক পর্যায়ের পরীক্ষায় অনিয়মের অভিযোগে পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ শুরু করে পরীক্ষার্থীরা। তারা পরীক্ষার কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় চার ঘণ্টা অবরোধসহ বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। দুপুরের পর অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তদন্ত কমিটি গঠনসহ স্বচ্ছভাবে পরীক্ষা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
পরীক্ষার্থী মনিরুজ্জামান মিঠুন বলেন, পরীক্ষা কেন্দ্রে ঢুকে দেখি কোনো আসন বিন্যাস নাই। যে যার মতো বসছে। পরীক্ষা দেওয়ার আগেই অনেকের হাতে প্রশ্নপত্র দেখতে পাই। যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
পঞ্চগড় সিনিয়র সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিমেন রায় বলেন, পরীক্ষার শুরুতে কিছুটা এলোমেলো হয়। পরে আমরা ঠিক করি। কিন্তু অকারণে কিছু পরীক্ষার্থী বিশৃঙ্খলা করায় সমস্যার সৃষ্টি হয়। আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে। সূত্র: দৈনিক যুগান্তর