স্বামী সম্পর্কে যে গোপন তথ্য দিলেন মাহিরা খান

অনলাইন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান সম্প্রতি জানিয়েছেন, বিখ্যাত ভারতীয় পরিচালক সঞ্জয় লীলা বানসালী ১৫ বছর আগে তাকে তার জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘হীরামান্ডি’-তে কাস্ট করতে চেয়েছিলেন। একই সঙ্গে জানিয়েছেন নিজের স্বামীর সম্পর্কে গোপন তথ্যও।

সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে মাহিরা এসব তথ্য জানান।

৩৯ বছর বয়সি জনপ্রিয় এই অভিনেত্রী ২০০৭ সালে ২৩ বছর বয়সে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার প্রথম স্বামী ছিলেন বিখ্যাত অভিনেতা ও ফিল্ম ডিরেক্টর আলি আসকারি। নিউ ইয়র্কে জন্ম নেওয়া আসকারির সঙ্গে তিনি ৮ বছর সংসার করেন। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

এর ৮ বছর বিরতির পর ২০২৩ সালে পাকিস্তানের একজন নামকরা ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন অভিনেত্রী।

মাহিরা তার স্বামী সেলিম করিম সম্পর্কে বলেন, ‘আমি তাকে প্রথম দেখেই ভেবে নিয়েছিলাম যে, আমি এই মানুষটিকেই বিয়ে করব’।

তবে এই ব্যবসায়ীকে বিয়ে করতে সময় লেগেছিল অভিনেত্রীর, কারণ তিনি এ নিয়ে ভীত ছিলেন।

মাহিরা বলেন, ‘সেলিম নিখুঁত নয়, আমিও না। কিন্তু আমি তার প্রতি গর্ব অনুভব করি এবং তার স্ত্রী হতে পেরে আমার গর্বিত’।

তিনি আরও জানান, তার জীবন ও কল্পনাজুড়ে কেবল তিনি এবং তার ছেলে আজলানই ছিলেন। যদিও তাদের পরিবারে এখন অন্যরাও যুক্ত হয়েছেন। তবুও এই নতুন গতিশীলতায় তিনি খুশি।

বিয়ের দিন ছেলে আজলানই তাকে আইল ধরে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল বলে জানান মাহিরা খান। অভিনেত্রীর ভাষায়, ‘আমি আমার ছেলের প্রতি গর্বিত। আমি চেয়েছিলাম সে আমাকে নিয়ে আইলে হাঁটুক এবং সে তা করেছে’। ‍সূত্র: দ্য ডন

Related Articles

Back to top button