কেরানীগঞ্জে ব্যাংকের ভেতরে ‘ডাকাত’, অভিযানে যৌথবাহিনী

অনলাইন ডেস্ক: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদল প্রবেশ করেছে। ডাকাত ধরতে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাতদল প্রবেশ করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘ব্যাংক ভবনের ভেতরে ছয়-সাতজন ডাকাতের একটি দল প্রবেশ করে।

পরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে ডাকাতদল জিম্মি করে। হঠাৎ ব্যাংক এলাকা থেকে ডাক চিৎকার শুনে আমরা দৌড়ে আসি। এ সময় ডাকাতদল ভবনের ভেতরে ঢুকে পড়ে খবর পেয়ে তাদের উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অভিযান চালান। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

এরপর র‌্যাব, সেনাবাহিনী এসে উপস্থিত হয়। এখনো ভেতর থেকে কাউকে উদ্ধার করা হয়নি।’

Related Articles

Back to top button