রাজধানী থেকে নিখোঁজ দুই বোনের খোঁজ মিললো পটুয়াখালীতে
অনলাইন ডেস্ক: বহুল আলোচিত রাজধানীর কদমতলী এলাকায় নিখোঁজ দুই বোন আদ্রিতা বিনতে মাহফুজ ও আবজা জাহানকে পটুয়াখালী জেলার দশমিনা এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। বুধবার (১৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী র্যাব-৮ এর ওয়ার্ড কমান্ডার এসএম হাসান সিদ্দিকী।
জানা যায়, গত ১৪ ডিসেম্বর দুপুরের দিকে রাজধানীর কদমতলী এলাকা থেকে দুই বোন নিখোঁজ হয়। ভুক্তভোগী দুই বোন রাজধানীর কদমতলী থানাধীন জাপানি বাজারের বাসা থেকে বের হয়ে তাদের নানী ও খালাকে এগিয়ে দিতে যায়। পরবর্তীতে তারা আর বাসায় ফিরে আসেনি। এরপর তাদের বাবা মাহফুজ সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে রাজধানীর কদমতলী থানায় একটি নিখোঁজের জিডি করেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে র্যাব-৮ এর সহযোগীতায় পটুয়াখালী জেলার দশমিনা থানাধীন সবুজবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে নিখোঁজ দুই বোনকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।