বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
অনলাইন ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে বেতন বোনাসের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে তারা টেক্স ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮.৫০ মিনিটের সময় নভেম্বর মাসের বেতনের দাবিতে এশিয়া পাম্পের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় লেন অবরোধ করেছে টঙ্গীর খা পাড়ায় অবস্থিত তারা টেক্স ফ্যাশন লিমিটেডের শতাধিক শ্রমিকেরা। এ সময় রাস্তার উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে অফিসগামী সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
মহাসড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান আমাদের সময়কে বলেন, ‘বেতন বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছে। আমাদের পুলিশ এবং শিল্প পুলিশ সদস্য ঘটনাস্থলে আছেন। শ্রমিকদের সাথে কথা বলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত আছে।’