জুলাই-নভেম্বরে এডিপি বাস্তবায়নের হার এক দশকের মধ্যে সর্বনিম্ন
অনলাইন ডেস্ক: চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ২৯ শতাংশে, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।
গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল ১৭ দশমিক শূন্য ৬ শতাংশ এবং তার আগের অর্থবছরে ১৮ দশমিক ৪১ শতাংশ। গত এক দশকে দ্বিতীয় সর্বনিম্ন ছিল ২০১৫-১৬ অর্থবছর, ওই বছর এডিপি বাস্তবায়নের হার ছিল ১৬ দশমিক ৮৪ শতাংশ।
রোববার (১৫ ডিসেম্বর) প্রকাশিত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্যানুযায়ী, সরকারি সংস্থাগুলো গত অর্থবছরের একই সময়ে ব্যয় করেছিল ৪৬ হাজার ৮৫৭ দশমিক ৩৮ কোটি টাকা। আর চলতি অর্থবছরের ব্যয় হয়েছে ৩৪ হাজার ২১৪ দশমিক ৫৫ কোটি টাকা।
চলতি অর্থবছরে সরকারের এডিপি বরাদ্দ ছিল ২ লাখ ৭৮ হাজার ২৮৮ দশমিক ৯০ কোটি টাকা।
আইএমইডির কর্মকর্তারা জানান, চলমান ও নতুন প্রস্তাবিত প্রকল্পগুলোর বিষয়ে সরকারে পর্যালোচনা শেষ না হওয়ায় অনেক প্রকল্পে অর্থছাড় কম হচ্ছে। এর প্রভাবে এডিপি বাস্তবায়নেও ধীর গতি দেখা দিয়েছে।
নতুন সরকার ক্ষমতায় আসার পর অনেক প্রকল্পে ঠিকাদার চলে গেছে। এ কারণে এডিপি বাস্তবায়ন হার কম। সূত্র: দৈনিক যুগান্তর