হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রাথমিক চিকিৎসা ও শুশ্রূষা শেষে গুলশানের বাসায় ফিরেছেন তিনি।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

এজেডএম জাহিদ হোসেন বলেন, স্মৃতিসৌধে মানুষের প্রচণ্ড চাপে তিনি (মির্জা ফখরুল ইসলাম) অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা ও শুশ্রূষা শেষে তাকে বেলা দুইটার দিকে বাসায় নেওয়া হয়েছে। তিনি এখন বিশ্রামে আছেন।

তিনি বলেন, সাভার সিএমএইচএ মির্জা ফখরুলের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রিপোর্টগুলো ফল ভালো। সিএমএইচ’র চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়েছেন জেনে সাভার সেনানিবাসের বর্তমান সেনাধিনায়ক মেজর জেনারেল মো. শাহিনুল হক সাভার সিএমএইচ-এ বিএনপি মহাসচিবকে দেখতে গিয়েছেন। তিনি তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন। এ সময় তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা। এরপর হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএইচ হাসপাতালে নিয়ে যান

Related Articles

Back to top button