দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার
অনলাইন ডেস্ক: ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে সয়াবিন তেলের আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট কমাল সরকার। এ ছাড়া সানফ্লাওয়ার ও ক্যানোলা তেল আমদানিতে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আজ সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সানফ্লাওয়ার তেল, অপরিশোধিত ক্যানোলা তেলের ওপর আমদানি পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিশোধিত সয়াবিন ও পাম তেলে স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ আছে, অপরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেল এবং পরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানি পর্যায়ে অগ্রিম কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে।
এর আগে ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়িয়েছে সরকার। জানা গেছে, রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক ও দো সহনীয় রাখার লক্ষ্যে ভোজ্য তেল আমদানিতে কর থেকে আমদানিকারকদের অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।