এখনও উদ্ধার হয়নি নিখোঁজ দুই বোন
অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার শনির আখড়ার জাপানিবাজার থেকে দুই বোন নিখোঁজের ঘটনায় ক্লু মিলেছে বলে দাবি করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ধারণা করছি, কোনো একটি চক্রের খপ্পরে পড়ে তারা বাসা ছেড়েছে। প্রেমের ফাঁদ নাকি কোথাও পাচারের উদ্দেশে তাদের নেওয়া হয়েছে, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
কদমতলী থানার এসআই রুহুল আমিন সমকালকে বলেন, দুই বোনকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। বাসার গলিসহ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ইতোমধ্যে তাদের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে।
নিখোঁজ কিশোরীদের বাবা জানান, তার মেয়েদের দ্রুত সময়ে উদ্ধারের আশ্বাস দিয়েছে পুলিশ। সূত্র: দৈনিক সমকাল