প্রকাশ এর আবৃত্তি প্রযোজনা ‘অনুভবে হৈমন্তিক আলো’

বিনোদন ডেস্ক: দেশের স্বনামধন্য আবৃত্তিদল ‘প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন’ তাদের প্রতিষ্ঠার ৩৪তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সংগঠনটি আয়োজন করে হেমন্তের কবিতা নিয়ে আবৃত্তি প্রযোজনা ‘অনুভবে হৈমন্তিক আলো’।

আবৃত্তিশিল্পী ফয়জুল আলম পাপ্পুর নির্দেশনায় মঞ্চে প্রকাশ এর আবৃত্তিশিল্পীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৈবেদ্য’, ‘পসারিনী’, ‘ছিন্নপত্র’, কাজী নজরুল ইসলামের ‘সুরের দুলাল’, জীবনানন্দ দাশের ‘ধান কাটা হয়ে গেছে’, ‘একটি নক্ষত্র আসে’, ‘আমি এই অঘ্রাণেরে ভালোবাসি’, ‘হেমন্ত কুয়াশায়’, সুকান্ত ভট্টাচার্যের ‘এই নবান্নে’, সুফিয়া কামালের ‘হেমন্ত’, জসীম উদ্দীনের ‘ধান খেত’, দিলারা হাফিজের ‘হেমন্ত আমার ঋতু’, হাসান হাফিজের ‘জীবন-মদিরা কিছু কষ্টসুখ’সহ অন্যান্য কবিদের রচিত ২৫টি কবিতার আবৃত্তি পরিবেশন করেন।


‘অনুভবে হৈমন্তিক আলো’ অনুষ্ঠানে প্রকাশ এর আবৃত্তিশিল্পীদের পরিবেশনা।

আবৃত্তিতে অংশগ্রহণ করেন দোলন রানী, নাজমুন নাহার শিরিন, তুহিন আহমেদ, ইসমত পলি, মাহাবুব রিমন, সুফিয়া মেহেদী সঙ্গীতা, শওকত হোসেন, উম্মে ছোলাইম যুথী এবং ফয়জুল আলম পাপ্পু। আবহ সঙ্গীতে ছিলেন শিল্পী ডালিম কুমার বড়ুয়া।

প্রয়াত কবি ও সম্পাদক এ. এফ আকরাম হোসেনের স্মৃতির প্রতি উৎসর্গীকৃত অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত হয় একটি সুদৃশ্য স্মরণিকা।

Related Articles

Back to top button