এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি

বিনোদন ডেস্ক: পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর সংবাদপাঠিকা। শেষে থিতু হয়েছেন চলচ্চিত্রে। ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রের শুরু, এরই মধ্যে পার করেছেন আট বছর। এই সময়ে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। কোনোটিতে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যায়নি। এবারই প্রথম এমন একটি চরিত্রে পর্দায় আসছেন তিনি।

ছবির নাম ‘পিনিক’, পরিচালক জাহিদ জুয়েল। আজ রোববার ছবিটির মারপিটের দৃশ্যের শুটিং। ঢাকার পাশেই আজ দিনব্যাপী শুটিংয়ে অংশ নেবেন বুবলী। ছবির অন্যতম প্রযোজক শিমুল খান জানান, ‘এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাঁকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।’

সাদা ভাত আমার চাই-ই চাই, বললেন বুবলী

কক্সবাজার ও রামুতে নভেম্বরে ‘পিনিক’ ছবির শুটিং শুরু হয়। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে বুবলীর সহশিল্পী আদর আজাদ। এর আগে তাঁরা দুজন ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি ছবির শুটিং করেছেন।

বুবলী অভিনীত সর্বশেষ ছবি ‘রিভেঞ্জ’। এই ছবি সেভাবে আলোচনায় না এলেও তাঁর আগে মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রের জন্য প্রশংসিত হন তিনি। অভিনেত্রীর ভাষ্যে, ছবি নির্বাচনের ক্ষেত্রেও তিনি এখন অনেক সতর্ক, বেছে বেছে কাজ করছেন। মনের মতো গল্প না পেলে কাজ করতে রাজি নন তিনি। সে ধারাবাহিকতায় ‘পিনিক’ ছবির গল্পে চুক্তিবদ্ধ হন। এর আগে তিনি শেষ করেছেন ‘জংলী’ নামের একটি ছবির, যা নিয়েও তিনি বেশ আশাবাদী।

বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি, অপুকে ইঙ্গিত করে বুবলী

২২ ডিসেম্বর ছবির বড় অংশের শুটিং শেষ হবে। এরপর গানের শুটিং দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। ‘পিনিক’ ছবির পরিচালক জাহিদ জুয়েল এর আগে নাটক ও বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন। এটি হতে যাচ্ছে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র। পরিচালক জানালেন, সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র। আগামী বছরের ঈদুল ফিতরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।

Related Articles

Back to top button