শুটিংয়ে আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ
অনলাইন ডেস্ক: ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর শুটিং চলাকালে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আহত অবস্থায় তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জিন্দা পার্কে শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। ওয়েব ফিল্মটির নির্মাতা কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুকে কাজল আরেফিন অমি লিখেছেন, ‘আমাদের ‘হাউ সুইট’-এর একটি দৃশ্য শুটিং করার সময় স্কুটি দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান তারা এখন পুরোপুরি সুস্থ।’
তিনি আরও জানান, আপাতত তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিগগিরই তারা শুটিংয়ে ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
প্রিয় তারকাদের দুর্ঘটনার খবর শুনে অমির স্ট্যাটাসে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। দ্রুত আরোগ্যের প্রত্যাশায় মন্তব্য করছেন তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনা গুরুতর না হওয়ায় অভিনেতা-অভিনেত্রীদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।