গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক-রেলপথ অবরোধ

অনলাইন ডেস্ক: উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে গাজীপুরে রেল ব্লকেড কর্মসূচি পালন করছে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে গাজীপুরে মহাসড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে, মঙ্গলবার বিকেলে জয়দেবপুর ভুরুলিয়া রেলগেট এলাকায় গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং ময়মনসিংহগামী রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ বিতরণী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডে (নেসকো) ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্তা ও প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবির প্রতিবাদে ডিপ্লোমা প্রকৌশল-সংশ্লিষ্টরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন।

ডিপ্লোমা প্রকৌশলীরা জানান, যারা কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ওসি নাজিরুজ্জামান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে শিক্ষার্থীরা রেলপথ বন্ধ করে রাখে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ও ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী পথের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিকেল পাঁচটার দিকে তাদেরকে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হয়।

Related Articles

Back to top button