রোববার নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর যারা হজে যেতে ইচ্ছুক, তাদের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে রোববার।হজযাত্রীদের সেদিন নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি দেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক।

চিঠিতে বলা হয়, হজের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার শেষ হবে। হজযাত্রীদের সুবিধার্তে ওইদিন হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো অফিস সময়ের পরেও খোলা রাখা প্রয়োজন।যতক্ষণ হজের অর্থ জমাদানকারী থাকেন, ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব বলেন, হজের নিবন্ধন যাতে শেষ সময়ে আটকে না যায়- সেজন্য আমরা এ চিঠি দিয়েছি।

তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে শুক্রবার দুপুরে গণমাধ্যমকে জানান বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক শাহরিয়ার সিদ্দিক।

হজে যেতে হলে প্রথম ধাপে ৩০ হাজার টাকা ফি দিয়ে ‘প্রাক নিবন্ধন’ করতে হয়। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে ৩ লাখ টাকা দিয়ে করতে হয় ‘প্রাথমিক নিবন্ধন’।তারপর ঘোষিত প্যাকেজ অনুযায়ী বাকি টাকা দিয়ে ‘নিবন্ধন’ সম্পন্ন করতে হয়।

আগামী বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। শুক্রবার দুপুর পর্যন্ত হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন ৪ হাজার ৬৩৫ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৫১ হাজার ২৯০ জন।

Related Articles

Back to top button