পাকিস্তানে পাঁচদিনে ৪৩ সন্ত্রাসীকে হত্যার দাবি 

অনলাইন ডেস্ক: পাকিস্তানে গত পাঁচদিনে অন্তত ৪৩ জন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৩ ডিসেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃ সংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।

এক বিবৃতিতে আইএসপিআর বলেছে, খাইবার পাখতুনখোয়ার লাক্ষি মারওয়াত জেলায় গত ১২ ও ১৩ ডিসেম্বর রাতে গোয়েন্দাভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আমাদের সেনারা খাওয়ারজিতে ছিল এবং এর ফলে ছয়জন সন্ত্রাসীকে নিশ্চিহ্ন করা হয়েছে। গত ৯ ডিসেম্বর থেকে খাইবার পাখতুনখোয়ায় ১৮ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

আইএসপিআরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বেলুচিস্তানের মুসা খেল ও পঞ্জগুর জেলায় পৃথক দুইটি অভিযানে নিরাপত্তা বাহিনী আরও ১০ জন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর এই মিডিয়া উইং দাবি করেছে, গত সোমবার থেকে বেলুচিস্তানে ২৫ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। আইএসপিআর বলছে, এই অঞ্চলে শান্তি ফেরাতে এবং সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান অব্যাহত থাকবে।

পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর এই হামলা চালানো হচ্ছে।

Related Articles

Back to top button