এখন মা হতে চান না সোনাক্ষী
বিনোদন ডেস্ক: সোনাক্ষী সিনহার বিয়ের পরই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে একাধিকবার। অবশ্য এ গুঞ্জন পাত্তা না দিয়ে নিজের সংসার গোছানোর কাজে ব্যস্ত ছিলেন বলিউডের এ অভিনেত্রী। এরপর কেটে গেছে ছয় মাস। সেই গুঞ্জন আবারো নতুন করে হাজির।
কয়েকদিন আগে একটি ক্লিনিকের বাইরে স্বামী জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীকে দেখা যায়। সেখান থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে আবার আলোচনা শুরু হয়। এবার গুঞ্জন নিয়ে মুখ খুললেন সোনাক্ষী।
তিনি বলেন, ‘আমি অন্তঃসত্ত্বা নই। শুধু একটু মোটা হয়ে গেছি। আমরা কি দাম্পত্য জীবনটা উপভোগ করব না? বাচ্চা নেওয়ার সময় হলে নেব। এখন মা হওয়ার জন্য তৈরি না আমি। সন্তান নিয়ে কোন পরিকল্পনা নেই আপাতত। সময় হলে জানাবো সবাইকে।’
দীর্ঘদিন প্রেমের পর চলতি বছরে বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। তাদের বিয়ে নিয়ে আলোচনা- সমালোচনা কম হয়নি। সেসব কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রুপকে পাত্তা না দিয়ে সংসার জীবন নিয়ে ব্যস্ত এই দম্পতি।