রঙিন প্রত্যাবর্তনের পর একটু আক্ষেপ
অনলাইন ডেস্ক: আয়ারল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘ ১৬ মাস পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন শারমিন আক্তার সুপ্তা। আর ফিরেরই রানের ফোয়ারা বইয়ে দিয়েছেন। স্বীকৃতি স্বরুপ আইসিসির মাসসেরার পুরস্কার, ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ- এর সংক্ষিত তালিকায় জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশ নারী দলের ডানহাতি এই ব্যাটার। কিন্তু চুড়ান্ত লড়াইয়ে ড্যানি ওয়াট-হজের কাছে হেরে গেলেন।
বাংলাদেশের শারমিন আক্তার ও দক্ষিণ আফ্রিকার ন্যাডাইন ডি ক্লার্ককে পেছনে ফেলে মেয়েদের ক্রিকেটে নভেম্বরের জন্য ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছেন ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ। আর ছেলেদের ক্রিকেটে ভারতের জাসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনকে পেছনে ফেলে মাসসেরার এই স্বীকৃতি পেয়েছেন পাকিস্তান পেসার হারিস রউফ।
২০২৩ সালে জুলাইয়ে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলা শারমিন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন পর্বটা রাঙিয়ে নিয়েছেন। নভেম্বরে খেলা দুই ওয়ানডেতে ৬৯.৫০ এবং ৯১.৪৪ স্ট্রাইক রেটে ১৩৯ রান করেন তিনি। মিরপুরে প্রথম ওয়ানডেতে ৮৯ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ডানহাতি। দ্বিতীয় ম্যাচে ৬৩ বলে তার ব্যাট থেকে আসে ৪৩ রান। ২ ডিসেম্বর তৃতীয় ওয়ানডেতে ৮৮ বলে ৭২ রানের ইনিংস খেলেন সুপ্তা। তিন ম্যাচে সিরিজে সর্বোচ্চ ২২১ রান করেন তিনি।
দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার পুরস্কার জেতার সুযোগ ছিল শারমিনের সামনে। ২০২৩ সালের নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।