ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

অনলাইন ডেস্ক: নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

গত ২০ এপ্রিল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে ৪৬টি দলের অনুরোধে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। বর্ধিত সময়সীমায় মোট ১৪৭টি দল আবেদন করে, যার মধ্যে তিনটি দল একাধিকবার আবেদন জমা দিয়েছে।

প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা যায়, সব দলের আবেদনপত্রেই প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি রয়েছে। ফলে ইসি ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে দলগুলোকে নথি সম্পূর্ণ করার জন্য চিঠি পাঠায়। এই সময়সীমার মধ্যে ৮০টি দল প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়। ছয়টি দল বাদে বাকিরা অতিরিক্ত সময়ের আবেদন করে।

আরপিও অনুযায়ী ২০০৮ সাল থেকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চালু করে ইসি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।

Related Articles

Back to top button