ভারতীয়দের ভিসা কমিয়ে দিয়েছে আরব আমিরাত 

অনলাইন ডেস্ক: ভারতীয়দের ভিসা আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির নতুন কঠোর ভিসানীতির কারণে ভ্রমণকারীদের জন্য ভিসা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে।

গত সোমবার (৯ ডিসেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আগে যেখানে প্রায় ৯৯ শতাংশ ভারতীয় আবেদনকারী ভিসা পেতেন, এখন সেই হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ভিসা বাতিলের হার বেড়ে ছয় শতাংশ ছাড়িয়ে গেছে, যা আগে ছিল মাত্র দুই শতাংশ।

নতুন ভিসানীতিতে পর্যটকদের হোটেল রিজার্ভেশনের প্রমাণ, ফ্লাইট ও রিটার্ন টিকিট এবং ব্যাঙ্ক ব্যালেন্সসহ প্রয়োজনীয় তথ্য ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হচ্ছে। তদুপরি, শেষ তিন মাসের বেতন এবং ন্যূনতম ৫০ হাজার রুপির ব্যাংক স্টেটমেন্ট ও প্যান কার্ড জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। এসব জটিল শর্ত পূরণ করেও অনেক আবেদনকারী ভিসা পাচ্ছেন না।

প্যাসিও ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের পরিচালক নিখিল কুমার পিটিআইকে বলেন, ‘আবেদনকারীরা যথাযথ নথি উপস্থাপন করলেও ভিসা না পাওয়ায় তাদের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। টিকিট ও হোটেল বুকিং বাবদ খরচ করেও তারা হতাশ হচ্ছেন।’

এই পরিস্থিতি শুধু ভারতীয়দের জন্য নয়, অন্যান্য দেশের ভ্রমণকারীদের জন্যও সংকট সৃষ্টি করছে। ভিসা বাতিলের কারণে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Related Articles

Back to top button