কাঠমান্ডুর পরিস্থিতি পর্যবেক্ষণে বাফুফে, ম্যাচ বাতিল

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডুর সাম্প্রতিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যে দলের অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটি একাধিক পক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) কাঠমান্ডুর পরিস্থিতি পর্যবেক্ষণ বাফুফে ফেসবুক পোস্টে এ জানিয়েছে।

বাফুফে জানায়, দলের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (ANFA), স্থানীয় কর্তৃপক্ষ এবং কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

বাফুকে ফেসবুকে পোষ্ট লিখেন, ‘আমাদের সকল সমর্থক ও ফুটবল পরিবারকে আশ্বস্ত করতে চাই যে, দল নিরাপদে রয়েছে এবং বর্তমানে টিম হোটেলেই সুরক্ষিত অবস্থানে আছে।

বাফুফে আরও জানায়, পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তা তারা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ ও সিদ্ধান্ত সময়মতো গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে কাঠমান্ডুর পরিস্থিতি ঘিরে বাংলাদেশি সমর্থকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তবে ফেডারেশনের এই আশ্বস্তবাণী কিছুটা হলেও সংশয় দূর করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের ওপর থেকে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে রাজধানী কাঠমান্ডুতে হাজারও তরুণ বিক্ষোভ করেছে।

Related Articles

Back to top button